ফের সম্পূর্ণ লকডাউন শুরু কোচবিহার-সহ 5 জেলা সদরে

0
1

বারাসতের পরে কোচবিহার-সহ 5 জেলা সদরে লকডাউন ঘোষণা। ভাইরাস সংক্রমণ রুখতে বুধবার থেকে কোচবিহার সদরে সম্পূর্ণ লকডাউন চালু হল। এক বিজ্ঞপ্তি দিয়ে এ কথা জানিয়েছে জেলা প্রশাসন। নিত্যপ্রয়োজনীয় পণ্য ও জরুরি পরিষেবা ছাড়া সবই বন্ধ থাকবে। যান চলাচলও নিয়ন্ত্রণ করা হয়েছে।

সম্প্রতি কোচবিহারে গোষ্ঠী সংক্রমণের আশঙ্কা দেখা দিয়েছে। সংক্রমণ ছড়িয়েছে দিনহাটা ও কোচবিহার সদরের বিভিন্ন এলাকায়। ইতিমধ্যেই 19 টি কনটেনমেন্ট জোন ঘোষণা করেছে জেলা প্রশাসন। তার পরেও স্থানীয় বাসিন্দারা সচেতন হননি। তাই এই সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। ইতিমধ্যেই মাইকিং করে নির্দেশিকা জারি করা হয়েছে। কোচবিহারের পাশাপাশি মালদা, রায়গঞ্জ, জলপাইগুড়ি ও শিলিগুড়ি শহরেরও নির্দেশিকা জারি করা হয়েছে। করোনা মোকাবিলার ফের লকডাউনের পথেই হাঁটল প্রশাসন।