ভাইরাস হানায় থমকে গিয়েছে গোটা বিশ্ব । এই পরিস্থিতিতে সুরক্ষিতভাবে ট্রেন চালানোর জন্য ট্রেনের কামরায় একাধিক বদল আনার পথে হাঁটল ভারতীয় রেল। ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে ট্রেনের কোচে একাধিক বদল আনা হচ্ছে। করোনা পরবর্তী সময়ে ট্রেনের কোচের এমনই এক নকশা মঙ্গলবার টুইটারে শেয়ার করলেন রেলমন্ত্রী পীযূষ গোয়েল।
ভাইরাস যাতে কোনওভাবেই স্পর্শ করতে না পারে, তা মাথায় রেখে নয়া নকশা বানানো হয়েছে। ট্রেনের হাতল তামায় মোড়া হয়েছে। ট্রেনের দরজার ছিটকিনিতেও তামার প্রলেপ দেওয়া হয়েছে। টুইটারে গোয়েল আরও জানিয়েছেন, প্লাজমা এয়ার পিউফিকেশন, টাইটেনিয়াম ডি-অক্সাইডের আস্তরণ দেওয়ার মতো ব্য়বস্থা নেওয়া হয়েছে।

রিলমে কাপুরথালায় রেলের কারখানায় এই কোচগুলি তৈরি করা হয়েছে। নয়া কোচে থাকছে ফুট অপারেটেড ওয়াটার ট্য়াপ। অর্থাৎ, হাত নয়, পায়ের মাধ্যমেই জল নেওয়া যাবে। এমনকি, শৌচালয়ের দরজা, ফ্লাশের জন্যও পা ব্যবহার করতে হবে। হাত নয়, পা দিয়ে ফ্লাশ করতে হবে।
রেলের তরফে জানানো হয়েছে, ভাইরাস যাতে কোনওভাবেই সংস্পর্শে আসতে না পারে, সে কারণে হাতের ব্যবহার যতটা সম্ভব কমানো হয়েছে।





























































































































