মেয়াদ শেষের আগেই ইস্তফা দিচ্ছেন নির্বাচন কমিশনার অশোক লাভাসা

0
1

মেয়াদ শেষ হতে এখনও অনেকদিন বাকি৷ তার আগেই পদত্যাগ করতে চলেছেন নির্বাচন কমিশনার অশোক লাভাসা।

২০১৯-এর লোকসভা ভোটের সময় নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ থেকে কমিশন নরেন্দ্র মোদি এবং অমিত শাহকে ছাড় দেওয়ায় তীব্র আপত্তি জানিয়েছিলেন এই অশোক লাভাসা।

আপত্তি তোলার জেরে এরপরই তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে আয়কর ফাঁকি দেওয়ার একাধিক অভিযোগ ওঠে। এমনকী তাঁর ছেলে যে সংস্থার ডিরেক্টর, সেখানেও হানা দেন আয়কর দফতরের আধিকারিকরা। এসব ঘটনার প্রতিক্রিয়ায় লাভাসা সেদিন বলেছিলেন, ‘‘সততার মূল্য দিতেই হয়। তার জন্য তৈরি থাকতে হবে। তাতে সরাসরি ব্যক্তিবিশেষের বা পারিপার্শ্বিক ক্ষতি হতে পারে। এ সবই সততারই অঙ্গ।’’

সূত্রের খবর, ফিলিপিন্সের এশিয়ান ডেভলপমেন্ট ব্যাঙ্ক বা ADB-র ভাইস প্রেসিডেন্ট নিযুক্ত হয়েছেন লাভাসা। ADB এক বিবৃতি প্রকাশ করে বুধবার এই নিযুক্তির কথা জানিয়েছে। সেই দায়িত্ব নিতে নির্বাচন কমিশনারের পদ থেকে ইস্তফা দিতে চলেছেন লাভাসা।