দিদির পুলিশের থেকে দাদার পুলিশের উপর আস্থা বেশি: দিলীপ

0
2

পুলিশের উপর মুখ্যমন্ত্রীর বিশ্বাস নেই- বুধবার, বীরভূমের দুবরাজপুর আদালতে একটি মামলায় হাজিরা দিতে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ৷ ১ হাজার টাকা বন্ডে এদিন জামিন পান তিনি।

আদালত থেকে বেরিয়ে দলীয় বিধায়ককের মৃত্যু প্রেক্ষিতে বিজেপির রাজ্য সভাপতি বলেন, “পশ্চিমবঙ্গের যে হিংসার রাজনীতি চলছে তা রাজ্যের সংস্কৃতির বিরোধী”।
২০১৯ সালে লোকসভা নির্বাচনের সময় উস্কানি মূলক মন্তব্যের জন্য দিলীপ ঘোষের বিরুদ্ধে মামলা হয়৷ সেই প্রসঙ্গে তিনি বলেন, পুলিশের উপর মুখ্যমন্ত্রীর বিশ্বাস নেই এখন। তিনি বলেন, “দিদির পুলিশের থেকে দাদার পুলিশের উপর আমার আস্থা বেশি। তাই দাদার পুলিশ নিয়ে ঘুরছি”।