মাধ্যমিকে সপ্তম স্থান অধিকার করেছেন মুর্শিদাবাদ রাজ হাইস্কুলের ছাত্র দেবাক্ষ সিদ্ধান্ত। প্রাপ্ত নাম্বার ৬৮৬। ছোট থেকেই স্কুলে ভালো ছাত্র বলে পরিচিত ছিলেন তিনি। বাড়িতে নিয়ম করে কমপক্ষে সাত থেকে আট ঘণ্টা লেখাপড়া করতেন। তবে ‘এখন বিশ্ববাংলা সংবাদ’কে তিনি জানালেন, এত ভালো ফল আশা করেননি। রেজাল্ট দেখে দারুণ লাগছে বলে জানালেন মাধ্যমিকের সপ্তম স্থানাধিকারী। একই সঙ্গে তাঁর আক্ষেপ সহপাঠীদের মধ্যে আরও কেউ মেধা তালিকায় থাকতে পারত।
ছেলে সপ্তম স্থান অধিকার করায় অত্যন্ত খুশি বাবা-মা। বড় হয়ে চিকিৎসক হতে চান দেবাক্ষ।