এবার সৌরভ গঙ্গোপাধ্যায়ের বাড়িতে করোনার সংক্রমণ। কোভিড-১৯ এ আক্রান্ত মহারাজের দাদা স্নেহাশিস গঙ্গোপাধ্যায়। বুধবার স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ের করোনা রিপোর্ট পজেটিভ এসেছে । পারিবারিক সূত্রে জানা গিয়েছে, কয়েকদিন ধরে জ্বর হওয়ায় করোনা পরীক্ষা করান স্নেহাশিস গঙ্গোপাধ্যায়। বুধবার রাতে তাঁর রিপোর্ট পজিটিভ আসে। চিকিৎসকের পরামর্শ নিয়ে বুধবার রাতেই বেলভিউ নার্সিং হোমে ভর্তি হলেন স্নেহাশিস গঙ্গোপাধ্যায়। তিনি জানান, “দিন দুয়েক ধরে হালকা জ্বর ছিল। তাই চিকিৎসকের পরামর্শ নিয়ে পরীক্ষা করিয়ে ছিলাম। কিছুক্ষণ আগে রিপোর্ট পজিটিভ এসেছে। ডাক্তারের পরামর্শ নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছি।”দিন কয়েকের মধ্যে স্নেহাশিসের দ্বিতীয় পরীক্ষা করা হবে।