খান পরিবারে করোনা, রেখা তাড়িয়ে দিলেন পুরকর্মীদের!

0
1

খান পরিবারে করোনা। খান মানে সারা আলি খানের গাড়ির চালক কোভিডে আক্রান্ত। তাঁকে আইসোলেশনে রাখা হয়েছে। সারা এই খবর নিজেই দিয়ে জানিয়েছেন, বৃহন মুম্বই পুরনিগমের সঙ্গে কথা বলে যা যা ব্যবস্থা নেওয়ার নিয়েছি। সারার পরিবারের সকলেরই কোভিড টেস্ট হয়েছে। আপাতত সকলেই নেগেটিভ।

অন্যদিকে চরম নাটক অভিনেত্রী রেখাকে নিয়ে। তাঁর বাড়িতে আসা পুর কর্মীরা স্যানিটাইজ করা শুরু করলে তিনি তাদের তাড়িয়ে দেন। শুধু তাই নয় তাঁকে টেস্টের কথা বলা হলেও তিনি তা করতে অস্বীকার করেন। বলেন, তিনি মোটেই কোনও অস্বস্তিবোধ করছেন না। রেখার এহেন আচরণে স্তম্ভিত বলিউড এবং পুর প্রশাসন।