সুশান্ত সিং রাজপুতের মৃত্যু তদন্ত সম্ভবত সিবিআইয়ের হাতেই যেতে চলেছে। গত ১৪ জুন রবিবার সকালে সুশান্তের রহস্য মৃত্যু হয়। মুম্বই পুলিশ দীর্ঘ এক মাস ধরে তদন্ত ও জিজ্ঞাসাবাদ করলেও কোনও একটি সিদ্ধান্তে আসতে পারেনি। পাশাপাশি পারিপার্শ্বিক চাপ বাড়ছিল। বিভিন্ন মহল থেকে বিভিন্ন অভিযোগও উঠেছিল মৃত্যু নিয়ে। সিবিআই তদন্তের দাবি ক্রমশ জোরালো হচ্ছিল। আজ, বুধবার সিবিআই তদন্তের দাবি জানিয়ে যে চিঠি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর কাছে এসেছিল, সেই চিঠিটি এদিন তিনি সংশ্লিষ্ট দফতরে পাঠিয়ে দিয়েছেন। ফলে মনে করা হচ্ছে সুশান্ত সিং রাজপুতের মৃত্যু তদন্ত সিবিআইয়ের হাতেই যাচ্ছে।