রাজস্থানের কংগ্রেস সরকারের সামনে আপাতত আর কোনও বিপদ নেই। সংখ্যাগরিষ্ঠ বিধায়ক মুখ্যমন্ত্রী অশোক গেহলটের সঙ্গেই। পালে হাওয়া নেই বুঝে বিদ্রোহী শচিন পাইলট বুধবার বলেন, আমি বিজেপিতে যাচ্ছি না, কংগ্রেসেই আছি। আর এরপরই দুটি পদ খোয়ানো শচিন পাইলটের উদ্দেশে নাম না করে তীব্র কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী অশোক গেহলট। রীতিমত ব্যঙ্গের সুরে তিনি বলেন,
ভাল ইংরেজি বলতে পারা, মনীষীদের উদ্ধৃতি দেওয়া আর সুন্দর চেহারা থাকলেই সব হয়না। তোমার মনে কী অাছে, তোমার নীতি- আদর্শ- সংকল্প কী, তুমি দেশের জন্য কী ভাবছে সেটাই আসল। প্রবীণ গেহলটের মন্তব্য, সোনায় মোড়া চামচ দিয়ে প্লেটের খাবার খাওয়া যায় না।
শচিন পাইলটের বিরুদ্ধে বিজেপি সখ্যের অভিযোগ থেকে এদিনও সরেননি গেহলট। রাজ্য সরকারকে অপদস্থ করার জন্য তাঁর বিরুদ্ধে সুর আরও চড়িয়ে গেহলট বলেন, ষড়যন্ত্র হয়েছে, ঘোড়া কেনাবেচার উদ্যোগ নেওয়া হয়েছে। সব প্রমাণ আমাদের কাছে আছে। উপ-মুখ্যমন্ত্রী আর প্রদেশ কংগ্রেস সভাপতির পদে থেকে উনি এই কর্মকাণ্ডে যুক্ত ছিলেন। আর এখন দাবি করছেন এসব কিছুই হয়নি?































































































































