মাধ্যমিকে প্রথম স্থানাধিকারী অরিত্র গবেষক হতে চায়

0
1

করোনা আবহের মধ্যেই প্রকাশিত হলো ২০২০ মাধ্যমিকের ফলাফল। মেধা তালিকাও প্রকাশ করেছে মধ্যশিক্ষা পর্ষদ। যেখানে মাধ্যমিকে প্রথম স্থান অধিকারী অরিত্র পাল। তার প্রাপ্ত নম্বর ৬৯৪। সে পূর্ব বর্ধমানের বিদ্যাসাগর মেমোরিয়াল ইনস্টিটিউশনের ছাত্র।

ফলাফল জানার পর অরিত্র প্রাথমিক প্রতিক্রিয়া জানিয়েছে, মেধা তালিকার মধ্যে যে থাকবো সেটা আশা করেছিলাম। কিন্তু একেবারে প্রথম হব সেটা ভাবতে পারিনি। অরিত্র ভবিষ্যতে অঙ্ক বা রসায়ন নিয়ে গবেষণা করতে চায় বলে জানিয়েছে।