সোমবার রেকর্ড উত্থানের কাছাকাছি যাওয়ার পরে বুধবার বাজারে ফের পড়ল সোনার দাম। এ দিন এমসিএক্স সূচকে ০.৬% পতনের ফলে প্রতি ১০ গ্রাম সোনার দাম যাচ্ছে ৪৯,১৭২ টাকা।
পর পর কয়েক দিন সূচকে বৃদ্ধির পরে এ দিন রুপোর দরও উল্লেখযোগ্য হারে পড়েছে।১.২% পতনের জেরে প্রতি কেজি রুপোর দাম যাচ্ছে ৫২,৮৪৫ টাকা। গত সপ্তাহে সোনার দাম রেকর্ড বেড়ে প্রতি ১০ গ্রামের দম পৌঁছেছিল ৪৯,৩৪৮ টাকায়।
আজ কলকাতায় সোনার দাম ২৪ ক্যারেটে ছিল ৪৯,৯২০ টাকা। ২২ ক্যারেটে সোনার দাম ছিল ৪৮,৩৫০ টাকা।
অন্যান্য শহরের মধ্যে চেন্নাইতে এদিন সোনার দাম ছিল ৫১,২৯০ টাকা। মুম্বইতে সোনার দাম ছিল ৪৮,৯০০ টাকা ২৪ ক্যারেটে। দিল্লিতে সোনার দাম ২৪ ক্যারেটে ছিল ৪৯,১৫০ টাকা।
সোনার দাম যেভাবে ক্রমেই পড়তে শুরু করেছে, তাতে নাগাড়ে সোনার দাম পড়ায় বাজারের হাল খুব একটা স্বস্তিতে নেই।
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.