মাধ্যমিকে ৬৬৬! চমকে দিলো হতদরিদ্র দিনমজুরের ছেলে সীমান্ত

0
4

প্রতিবারই মাধ্যমিকের ফলাফলে বেশ চমক থাকে। এবারও তার ব্যতিক্রম হলো না। বিগত বেশ কয়েক বছর ধরে মাধ্যমিকের ফলাফলে কলকাতাকে পিছনে ফেলে জেলার জয়জয়কার। দক্ষিণবঙ্গের মতো উত্তরবঙ্গের জেলাগুলিতেও এবার মাধ্যমিকের ফল বেশ নজর কেড়েছে।

যার মধ্যে জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ির এক হতদরিদ্র দিনমজুরের ছেলে মেধা তালিকায় জায়গা করে নিয়ে যথারীতি তাক লাগিয়ে দিয়েছে। ময়নাগুড়ির সীমান্ত রায়
এবার মাধ্যমিকে ৬৬৬ নম্বর পেয়ে সকলকে চমকে দিয়েছে।

সীমান্তের বাড়ি ময়নাগুড়ির পুটিমারি এলাকায়। তার বাবা বিশ্বনাথ রায় অন্যের জমিতে দিনমজুরের কাজ করে কোনওরকমে সংসার চালান। কার্যত নুন আনতে পান্তা ফুরোনোর সংসার সীমান্তদের। তার মধ্যেও কষ্ট করে তার বাবা ছেলেকে পড়াশোনা শেখাচ্ছে। খুব স্বাভাবিকভাবেই সীমান্তের এমন কৃতিত্বে গর্বিত সীমান্তের গোটা গ্রাম। গর্বিত তার স্কুল শিক্ষকরাও।

সীমান্ত মাধ্যমিকে ৬৬৬ নম্বর পাওয়ার পর প্রাথমিক প্রতিক্রিয়াতে জানিয়েছে, সে বিজ্ঞান নিয়ে পড়তে চায়।