এবার করোনায় আক্রান্ত মন্ত্রী সাধন পাণ্ডের স্ত্রী

0
1

ফের রাজ্যের এক মন্ত্রীর ঘরে করোনার হানা। এবার করোনায় আক্রান্ত হলেন মন্ত্রী সাধন পাণ্ডের স্ত্রী সুপ্তি পাণ্ডে। বর্তমানে হোম আইসোলেশনে রয়েছেন বলে জানা গিয়েছে। আজ, মঙ্গলবার মন্ত্ৰী নিজেই একথা জানিয়েছেন। গোটা পরিবারই এখন হোম কোয়ারেন্টাইনে আছে। মন্ত্রীর পরিবারের বাকি সদস্যদেরও কোভিড-১৯ টেস্ট হবে।

এর আগে রাজ্যের আরেক মন্ত্রী লক্ষ্মীরতন শুক্লা স্ত্রীও করোনায় আক্রান্ত হয়েছেন। তিনিও চিকিৎসাধীন। তারও আগে করোনা আক্রান্ত হয়ে প্রয়াত ফলতার তৃণমূল বিধায়ক তমোনাশ ঘোষের গোটা পরিবার করোনা আক্রান্ত হয়েছিলেন। রাজ্যের আরেক মন্ত্ৰী সুজিত বসুও করোনা আক্রান্ত হয়ে বেশ কিছুদিন হাসপাতালে ভর্তি ছিলেন।