করোনা হোক বা অন্যকিছু, এবার এক ফোনেই বাড়িতে অ্যাম্বুলেন্স

0
1

করোনা আবহে স্বাস্থ্য ব্যবস্থায় গলদ। অন্য রোগের ক্ষেতেও সমস্যা। বাড়ি থেকে রোগীকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য অ্যাম্বুলেন্স নেই। রোগী পরিবার হয়রানির শিকার। মুশকিল আসানে এবার উদ্যোগী কলকাতা পুরসভ। এখন থেকে যে কোনও সমস্যায় পুরসভার বিশেষ নম্বরে একটা ফোন করলেই আপনার বাড়ির সামনে হাজির হবে অ্যাম্বুলেন্স।

করোনা রোগী তো বটেই পাশাপাশি অন্যান্য রোগীদের জন্যও পাঠানো হবে অ্যাম্বুলেন্স। তবে পুরসভা সূত্রে খবর, অ্যাম্বুলেন্স পাঠানোর সময় স্বাস্থ্যবিধি নজরে রাখা হবে। প্রয়োজনীয় কিছু প্রটোকল মেনেই রোগী নিতে পৌঁছবে অ্যাম্বুলেন্স। আজ, মঙ্গলবার রাজ্যের স্বরাষ্ট্র সচিব তথা কলকাতার নোডাল অফিসার আলাপন বন্দ্যোপাধ্যায় পুরসভার আধিকারিকদের সঙ্গে বৈঠকের পর এমনই সিদ্ধান্তের কথা জানিয়েছেন।