করোনার বিরুদ্ধে একদিন আমরা জয় করবই। এই প্রত্যাশা নিয়ে আজ, মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেছেন কলকাতার পুলিশ কমিশনার অনুজ শর্মা ।এই ভিডিওতে “আমরা করব জয় নিশ্চয়”, এই গানটি গাইতে দেখা গেছে একাধিক গায়ক-গায়িকাকে।
মূলত, বহু প্রচলিত, জনপ্রিয় “উই শ্যাল ওভারকাম সামডে”-এর বাংলা অনুবাদ এই গানটি। এছাড়া এ কঠিন পরিস্থিতিতে প্রথম সারিতে দাঁড়িয়ে থেকে কলকাতা পুলিশের কর্মীরা যেভাবে কাজ করে চলেছে তাদেরকে আরও একবার কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়েছে। আর সকলের উদ্দেশ্যে এই বার্তাই দেওয়া হয়েছে, যতই কঠিন পরিস্থিতি আসুক না কেন, এই সব কিছুকে মোকাবিলা করে একদিন জয় হবেই হবে।




























































































































