খুব সম্ভবত আত্মহত্যাই করেছেন দেবেন্দ্রনাথ: আলাপন

0
1

হেমতাবাদের বিজেপি বিধায়ক দেবেন্দ্রনাথ রায় খুব সম্ভবত আত্মহত্যাই করেছেন। ময়নাতদন্ত রিপোর্ট দেখে রাজ্য সরকারের তরফ থেকে মঙ্গলবার নবান্নে একথা জানালেন স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। সাংবাদিকদের সামনে তিনি ময়নাতদন্তের রিপোর্টটি পড়েন এবং জানান, গলার ফাঁসের কারণেই মারা গিয়েছেন দেবেন্দ্রনাথ। বিধায়কের গলায় ফাঁসের দাগ একটানা নয়। এমন দাগ আত্মহত্যার ইঙ্গিত দেয়।

ময়নাতদন্তের রিপোর্টে বলা হয়েছে, বিধায়কের দেহে অন্য কোনও আঘাতের চিহ্ন নেই।
মৃত বিধায়কের পকেট থেকে একটি নোট পাওয়া গিয়েছে বলে জানান আলাপন। তিনি বলেন, সেই চিরকুটে দুজন ব্যক্তির নাম ও মোবাইল নম্বর রয়েছে। সেটা দেখে তাঁদের সম্পর্কে খোঁজখবর নেওয়া হচ্ছে।
স্থানীয় একটি মোবাইল ফোনের দোকানের সামনে টিনের শেডের নীচে বাঁশের ফ্রেম থেকে বিধায়কের দেহটি ঝুলছিল। সেই দোকানে প্রায়ই তিনি স্থানীয় লোকেদের সঙ্গে কথাবার্তা বলতে যেতেন।
স্বরাষ্ট্রসচিব জানান, দেহের গলায় ছাড়াও হাতে চাপের চিহ্ন রয়েছে। দেবেন্দ্রনাথ রায়ের দেহ যখন উদ্ধার হয়, তখন তাঁর একটি হাত ওই দড়ির সঙ্গেই বাঁধা ছিল। গলায় ছাড়া সেই চিহ্নটাই শুধু দেহে পাওয়া গিয়েছে।
আলাপন বন্দ্যোপাধ্যায় জানান, এলাকায় স্মল ব্যাঙ্কিং বা প্যারালাল ব্যাঙ্কিং-এর কারবারের সঙ্গে এই বিজেপি বিধায়ক যুক্ত ছিলেন বলে অভিযোগ উঠেছে। এ বিষয়ে তদন্ত করে দেখা হচ্ছে। একই সঙ্গে তিনি বলেন, যেহেতু এই ঘটনা জনমানসে একটি আতঙ্কের সৃষ্টি করেছে, সে কারণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন, সব রকম গুরুত্ব দিয়ে, যতদূর সম্ভব তদন্ত করে প্রকৃত কারণ সামনে আনতে হবে।