শুভ্রজিতের দেহের ময়নাতদন্ত ও ভিডিওগ্রাফির নির্দেশ হাইকোর্টের

0
1

অবশেষে সন্তানহারা দম্পতির আবেদন মঞ্জুর রেফার চক্রে পড়ে মৃত শুভ্রজিৎ চট্টোপাধ্যায়ের ময়নাতদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। ছেলের ময়নাতদন্ত এবং দেহ ফিরে পাওয়ার আবেদন জানাতে মঙ্গলবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন তাঁর বাবা-মা। বিচারপতি দেবাংশু বসাকের এজলাসে দুপুর ২টোয় মামলাটি শুনানি হয়। শুভ্রজিতের পরিবারের পক্ষের আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য ও বিক্রম বন্দ্যোপাধ্যায় জানান,

• শুভ্রজিতের দেহ ময়নাতদন্তের নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
• একইসঙ্গে জানানো হয়েছে ময়নাতদন্তের ভিডিওগ্রাফি করা হবে।
• ছেলের দেহ দেখতে পারবেন বাবা-মা।
• শেষকৃত্যে তাঁরা অংশগ্রহণ করতে পারবেন।
• তবে দেহ স্পর্শ করতে পারবেন না
• এই প্রক্রিয়াটিও ভিডিওগ্রাফি করা হবে।
• ময়নাতদন্তের রিপোর্ট হাইকোর্টে জমা দিতে হবে।
একই সঙ্গে দ্রুত ময়নাতদন্ত করার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। চার সপ্তাহ পরে এই মামলাটির ফের শুনানি হবে।
ছেলের দেহ পেতে এবং তদন্তের দাবি নিয়ে এর আগে বেলঘরিয়া থানা ও বৌবাজার থানায় অভিযোগ দায়ের করেন সন্তানহারা দম্পতি।