সরাসরি রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে বিধায়ক দেবেন্দ্রনাথ রায়ের রহস্য মৃত্যুর CBI তদন্ত দাবি করলো বিজেপি৷
মঙ্গলবার দলের জাতীয় সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গীয়’র নেতৃত্বে এক কেন্দ্রীয় প্রতিনিধিদল রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে দেখা করে এই দাবি জানিয়েছেন৷ এই দলে বিজয়বর্গীয় ছাড়া ছিলেন, কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়, এ রাজ্যের সহ-পর্যবেক্ষক অরবিন্দ মেনন, সাংসদ স্বপন দাশগুপ্ত এবং সাংসদ রাজু বিস্ত৷ CBI তদন্তের দাবি সম্বলিত এক স্মারকলিপিও দেওয়া হয়
রাষ্ট্রপতিজিকে৷ পরে কৈলাস বিজয়বর্গীয় বলেছেন, রাষ্ট্রপতিকে বলা হয়েছে, পশ্চিমবঙ্গে আইনের শাসন নেই৷ একজন বিধায়কও এই রাজ্যে নিরাপদ নন৷ বিজেপি বিধায়ক দেবেন্দ্রনাথ রায়কে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে৷ বাংলায় হত্যা এবং নিরবিচ্ছিন্ন অরাজকতার শাসন চলছে৷ তিনি বলেন, গত তিন বছরে ১০৫ জন বিজেপি কর্মী ও নেতাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। এরা শাসক দলের হাতেই নিহত হয়েছেন৷
এ রাজ্যের আইনশৃঙ্খলার দ্রুত অবনতির প্রতি রাষ্ট্রপতির মনোযোগ আকর্ষণ করে এই প্রতিনিধিদল বিধায়ক হত্যার CBI তদন্ত দাবি করেছে৷ রাষ্ট্রপতির হাতে তুলে দেওয়া স্মারকলিপিতে বলা হয়েছে, পশ্চিমবঙ্গে অসহনীয় সন্ত্রাসি পরিস্থিতি তৈরি হয়েছে৷
নাগরিক নিরাপত্তা বলে কিছুই নেই৷ রাজ্যে গণতন্ত্র বিপন্ন। রাজ্যের মুখ্যমন্ত্রী এর আগে বিরোধী রাজনৈতিক দল, বিশেষ করে বিজেপি কর্মীদের প্রতি ইঞ্চিতে ইঞ্চিতে প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়েছিলেন৷ এ ধরনের বক্তব্যে মুখ্যমন্ত্রী নিজেই স্পষ্টভাবে সংবিধান লঙ্ঘন করেছেন,
আইনের শাসনের প্রতি অবহেলা করেছেন। এই হিংস্র অভিব্যক্তির সরাসরি প্রতিক্রিয়ায় রাজ্যকে গ্রাস করেছে
সন্ত্রাসের রাজনীতি৷ বিধায়ক দেবেন্দ্রনাথ রায় সেই চরম অরাজকতার সর্বশেষ শিকার ৷