অস্বাভাবিক ভাবে শ্রীরামপুর পুরএলাকায় বেশিরভাগ ভাইরাস সংক্রমণ ছড়িয়ে পড়ায় শ্রীরামপুর পুরসভা 15 তারিখ থেকে 21 তারিখ থেকে পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার, শ্রীরামপুর পুরসভার বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেশনের প্রশাসক অমিয় মুখোপাধ্যায় এবিষয়ে নির্দেশ জারি করেন।
আগামী সাতদিন বন্ধ থাকবে এবং তারপরে যখন পুরসভা খুলবে তখন 50% কর্মীদের নিয়ে রোটেশন এর ভিত্তিতে কাজ চলবে। শ্রীরামপুর পুরসভার প্রশাসনিক বোর্ডের সদস্য সন্তোষ কুমার সিং জানান, এই পুরসভার একজন কর্মচারী কবিড 19 আক্রান্ত হয়েছেন। এছাড়া আরও কয়েকজনের লালা রস পরীক্ষা করা হয়েছে। যার জন্য পুরসভা আগামী সাতদিন বন্ধ থাকবে।





























































































































