রেফার-চক্রে পড়ে মৃত শুভ্রজিৎ চট্টোপাধ্যায়ের ময়নাতদন্ত এবং দেহ ফিরে পাওয়ার আবেদন জানাতে মঙ্গলবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হচ্ছেন তাঁর বাবা-মা। হাইকোর্ট সূত্রে খবর, বিচারপতি দেবাংশু বসাকের এজলাসে দুপুর ২টোয় মামলাটি শোনা হবে। মামলাটি দায়ের করেছেন প্রবীন আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য ও তাঁর জুনিয়র বিক্রম বন্দ্যোপাধ্যায়। রাজ্য সরকারের তরফে মামলাটি লড়বেন অমিতেশ বন্দ্যোপাধ্যায়।
ছেলের দেহ পেতে এবং তদন্তের দাবি নিয়ে এর আগে বেলঘড়িয়া থানা ও বৌবাজার থানায় অভিযোগ দায়ের করেছেন সন্তানহারা দম্পতি।