ভাঙল রাজস্থান কংগ্রেস, শচীন বরখাস্ত উপমুখ্যমন্ত্রী ও প্রদেশ সভাপতি পদ থেকে

0
1

রাজস্থানে শচীন পাইলটের সঙ্গে সমঝোতা হল না কংগ্রেসের। ভেঙে যাচ্ছে রাজস্থান কংগ্রেস। রাজ্যের উপমুখ্যমন্ত্রী পদ থেকে এবং প্রদেশ কংগ্রেস সভাপতি পদ থেকে শচীন পাইলটকে সরিয়ে দিল কংগ্রেস নেতৃত্ব মঙ্গলবার এআইসিসির প্রতিনিধি রনদীপ সিং সুরজেওয়ালা এই সিদ্ধান্তের কথা জানিয়ে দেন। জয়পুরে তিনি জানান, পাইলটের সঙ্গে অপসারণ করা হলো তার আরও দুই ঘনিষ্ঠকে। বিদ্রোহী বিধায়কদের শোকজ যে চিঠি পাঠানো হয়েছে। দেখার বিষয় শচীন বিজেপিতে যোগ দেবেন, না নতুন দল তৈরি করবেন!