চলতি মাসের ১৫ থেকে ৩০ তারিখের মধ্যে দিতে হবে ভর্তির ফি। না দিলে ছাত্রছাত্রীদের উত্তীর্ণ করা হবে না পরবর্তী ক্লাসে। এমনই হুঁশিয়ারি দিয়ে স্কুলের নোটিশ বোর্ডে নোটিশ লাগানো হয়। ঘটনা কেষ্টপুর তারুলিয়ার সেন্ট ফ্রান্সিস একাডেমির।
এর প্রতিবাদে মঙ্গলবার স্কুলের সামনে অভিভাবকরা জমায়েত করেন। অভিভাবকদের অভিযোগ, ১৫ থেকে ৩০ জুলাইয়ের মধ্যে ভর্তির ফি দিতে হবে। তা না হলে স্কুল বলেছে পরবর্তী ক্লাসের উত্তীর্ণ করা হবে না পড়ুয়াদের। এদিকে স্কুল কর্তৃপক্ষ দেখা করতে চাইছেন না। এমনকী কোনও আলোচনায় বসতে চাইছে না। অভিভাবকদের বক্তব্য, লকডাউনের জেরে অনেকেই আর্থিক সমস্যার মধ্যে রয়েছেন। তাই এই অবস্থায় তাঁদের কিছুটা সময় দেওয়া হোক।





























































































































