বিশ্ব মহামারি আরও ভয়ঙ্কর হতে পারে, সতর্কবার্তা হু-র

0
1

বিশ্ব মহামারির পরিস্থিতি দিনে দিনে খারাপ থেকে আরও খারাপ হতে পারে। ফের এমন আশঙ্কা প্রকাশ করল ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বা হু। বিশ্ব স্বাস্থ্য সংস্থার আশঙ্কা, অাক্রান্ত দেশগুলি এখনও যদি স্বাস্থ্য ক্ষেত্রে যথাযথ সাবধানতা অবলম্বন না করে তবে বিশ্বজুড়ে করোনা পরিস্থিতি আরও খারাপ হবে। হু-এর প্রধান ড. টেড্রোস অ্যাডানম ঘেব্রেইসাস জেনেভায় একটি ভার্চুয়াল সম্মেলনে জানিয়েছেন, অনেক দেশই ভুল পথে পরিচালিত হচ্ছে, যার ফলে বিশ্বের মানুষের কাছে এখনও পর্যন্ত ভাইরাসটি পয়লা নম্বর শত্রু হয়েই রয়েছে। হু জানিয়েছে, যদি মৌলিক সাধারণ বিষয়গুলি না মেনে চলা হয় তবে এই মহামারি খারাপ থেকে খারাপতর হতে চলেছে।

প্রসঙ্গত, করোনা সংক্রমণে সারা বিশ্বে আক্রান্ত প্রায় ১কোটি ৩০ লক্ষের বেশি মানুষ। মৃত ৫ লক্ষাধিক। এই মুহূর্তে সবচেয়ে খারাপ পরিস্থিতি আমেরিকা ও ব্রাজিলে। এরপরই আক্রান্তের সংখ্যার নিরিখে তৃতীয় স্থানে ভারত।