বিধায়কের ময়না তদন্তের রিপোর্ট সন্দেহজনক! ফের পোস্টমর্টেমের দাবি বিজেপি সাংসদের

0
1

উত্তর দিনাজপুরের হেমতাবাদের বিজেপি বিধায়ক দেবেন্দ্রনাথ রায়ের ঝুলন্ত দেহ উদ্ধার ও রহস্যময় মৃত্যুকে কেন্দ্র করে উত্তাল রাজ্য রাজনীতি। বিজেপি দলীয় বিধায়কের এই মৃত্যুর ঘটনাকে খুন বলে দাবি করে সিবিআই তদন্ত চেয়েছে। রাস্তায় নেমে বিক্ষোভ, প্রতিবাদ মিছিল করেছে। বনধ পালন করতে গিয়ে গ্রেফতার হয়েছেন সমর্থকরা। তারা দলীয় বিধায়কের মৃত্যুর জন্য সরাসরি তৃণমূলের দিকে আঙুল তুলেছে। রাজ্যপালের কাছে একাধিকবার দরবার করছে। এমনকী, সিবিআই তদন্তে চেয়ে আদালতে যাওয়ারও হুমকি দিচ্ছে গেরুয়া শিবির।

অন্যদিকে, প্রাথমিক তদন্তে প্রশাসনের অনুমান হেমতাবাদের
বিধায়ক আত্মহত্যাই করেছেন। দেহ ময়না তদন্তের পর রিপোর্টে স্পষ্ট উল্লেখ আছে গলায় ফাঁস লেগেই শ্বাসরোধ হয়েই মৃত্যু হয়েছে বিধায়কের। এমনকী, শরীরের আর কোথাও কোনও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি বলে খবর। এখনও পর্যন্ত কেমিক্যাল পরীক্ষার রিপোর্ট হাতে আসেনি।

যদিও সেই রিপোর্ট মানতে নারাজ কোচবিহারের বিজেপি সাংসদ নিশীথ প্রামাণিক। তিনি ময়না তদন্তের রিপোর্টের বিশ্বাসযোগ্যতা নিয়েই প্রশ্ন তুলে দিয়েছেন। এবং পুণরায় ময়না তদন্তের দাবি জানিয়েছেন। কোচবিহারের সাংসদের অভিযোগ, পুলিস-সিআইডি সব তৃণমূলের দলদাসে পরিণত হয়েছে। প্রকৃত সত্য ঘটনা আড়াল করতে চাইছে তারা। তাই এই রিপোর্টের কোনও বিশ্বাসযোগ্যতা নেই।