মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ফোন পেয়ে আপাতত মুখে কুলুপ আঁটলেন রাজীব বন্দ্যোপাধ্যায়। দুদিন আগেই দুর্নীতির ইস্যুতে মিডিয়ার সামনে দফায় দফায় ক্ষোভ উগরে দেন তিনি। রাগ ছিল মূলত অরূপ রায়ের বিরুদ্ধে। রাজীব বলেছিলেন শুধু ছোটখাটোদের বিরুদ্ধে কেন, রাঘববোয়ালদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হোক। এ নিয়ে দলে ঝড় ওঠে। তবে এটা বোঝা গিয়েছিল রাজীবের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সাহস তৃণমূল দেখাবে না। সূত্রের খবর, মমতা ফোনে তাঁকে ক্ষোভের সঙ্গে বলেন,” এসব কী হচ্ছে? কিছু বলার থাকলে দলে না বলে বাইরে বলছ কেন?” আরও কিছু কথা হয়। তারপর রাজীবের মুখে কুলুপ। বনমন্ত্রী হিসেবে তিনি বনমহোৎসব শুরু করছেন। সেখানে যাবেন ববি হাকিম।































































































































