দুর্গাপুরে একই পরিবারের ৯জন করোনা আক্রান্ত

0
1

দুর্গাপুরে হু হু করে বাড়ছে কোরোনা আক্রান্তের সংখ্যা। দূর্গাপুর সেপকো টাউনশিপে এবার একই পরিবারে করোনা আক্রান্ত হলেন ৯জন। প্রশাসন সূত্রে খবর, চলতি মাসে একটি বিয়ে বাড়ির অনুষ্ঠানে যোগ দেয় পরিবারটি । এরপর থেকেই পরিবারের বেশ কয়েকজন জ্বরে ভুগছিলেন। তাদের করোনা পরীক্ষা করা হয়। রিপোর্ট পজেটিভ আসে। গোটা এলাকাটিকে কনটেইনমেন্ট জোন ঘোষণা করা হয়েছে । আক্রান্তদের ভর্তি করা হয়েছে দুর্গাপুরের সনোকা হাসপাতলে।

উল্লেখ্য, চলতি সপ্তাহেই দুর্গাপুর ইস্পাত কারখানার এক কর্মী করোনা আক্রান্ত হন। তিনি হাসপাতালে চিকিৎসাধীন । গত মাসে আক্রান্ত হন ডেপুটি ম্যাজিস্ট্রেট সহ ৫জন চিকিৎসক। এবং আরও কয়েকজন। সিল করা হয় দুর্গাপুরের মহকুমা প্রশাসনিক দফতর। এরপর আবার একই পরিবারের ৯জন আক্রান্ত হওয়ার ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে।