রাত পোহলেই প্রকাশিত হবে ২০২০ সালের মাধ্যমিক পরীক্ষার ফলাফল। আর ঠিক তার একদিন পরই চলতি বছরের বহুচর্চিত “অসমাপ্ত” উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ করবে সংসদ। আগামি শুক্রবার অর্থাৎ ১৭ জুলাই প্রকাশিত হবে উচ্চমাধ্যমিকের ফলাফল। জানা গিয়েছে, ওইদিন বিকেল সাড়ে ৩টে নাগাদ প্রকাশিত হবে ফলাফল। তবে ৩১ জুলাই দুপুর ২টো থেকে দেওয়া হবে মার্কশিট। স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব বিধি মেনেই নিজেদের স্কুল থেকেই মার্কশিট ও সার্টিফিকেট তুলে দেওয়া হবে পরীক্ষার্থীদের হাতে।
করোনা পরিস্থিতিতে একাধিকবার সূচির পরিবর্তন হলেও তিনটি পরীক্ষা শেষ করা যায়নি উচ্চমাধ্যমিকের তিনটি পরীক্ষা। ফলে সম্পূর্ণ হওয়া পেপারগুলির নম্বরের ভিত্তিতে মূল্যায়ন হবে পুরো ফলাফলের। খুব স্বাভাবিকভাবেই বিতর্ক এড়াতে এবার উচ্চমাধ্যমিকে কোনও মেরিট লিস্ট বা মেধা তালিকা প্রকাশ করবে না সংসদ।
*এক নজরে দেখে নেওয়া যাক ১৭ জুলাই ঠিক বিকেল ৪টে থেকে যে সকল ওয়েব সাইট এবং মোবাইলে মেসেজের মাধ্যমে ফলাফল জানতে পারবে ছাত্র-ছাত্রীরা—*
wbresults.nic.in
www.exametc.com (sms WB12 space’roll number’ to 54242)
www.results.shiksha
www.westbengal.shiksha
www.westbengalonline.in
www.indiaresults.com (sms WB12 space’roll number’ to 5676750)
www.jagranjosh.com
www.technoindaigroup.com
www.technoindiauniversity.ac.in





























































































































