মিডিয়ায় ইতিহাস: 21জুলাই কমিশনের বিচারপতির খোলামেলা সাক্ষাৎকার

0
1

কোনো তদন্ত কমিশনের বিচারপতির সাক্ষাৎকার।

এই প্রথম।

তাও আবার 21জুলাইয়ের আগে 21জুলাইয়ের গণহত্যা এবং নিজের সুপারিশগুলি নিয়ে।
খোলামেলা সাক্ষাৎকারে 21 জুলাই গণহত্যার তদন্ত কমিশনের প্রধান সুশান্ত চট্টোপাধ্যায় মন খুলে কথা বলেছেন।
কখনও বলেছেন, ঐ দিনটা ছিল কলকাতার জালিয়ানওয়ালাবাগ। কখনও বলেছেন, তাঁর সব সুপারিশ এখনও কার্যকর হয়নি। কখনও বলেছেন, ঘটনার দিন নিজের গাড়িতে আক্রান্ত মমতা বন্দ্যোপাধ্যায়কে তুলে নিয়ে গিয়েছিলেন সাংবাদিক কুণাল ঘোষ। আরও নানা কথা তাঁর সাক্ষাৎকারে।
দেখুন ভিডিও-