তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধেই এফআইআর দায়ের করলেন প্রয়াত বিজেপি বিধায়ক দেবেন্দ্রনাথ রায়ের স্ত্রী। এফআইআর-এ অভিযোগ, পরিকল্পনা করে শাসক দল তাঁর স্বামীকে খুন করেছে। পুলিশও ব্যবস্থা নেয়নি। চাঁদিমার দাবি, তাঁর স্বামীর পায়ের সমস্যা ছিল। তাই বাড়ি থেকে আড়াই কিলোমিটার হেঁটে যাওয়া সম্ভব ছিল না। বিজেপি সিবিআই তদন্ত চাইলেও রাজ্য সিআইডি তদন্তের নির্দেশ দিয়েছে।





























































































































