মঙ্গলবার সকাল থেকে ক্রমাগত জল বাড়তে শুরু করেছে তুফানগঞ্জ ১ নম্বর ব্লকের কালজানি এবং গদাধর নদীতে। তার জেরে তুফানগঞ্জ এক নম্বর ব্লকের চিলাখানা, দিঘার পুল, নতুন বাজার, নাককাটি ধলপল এলাকার প্রায় চার হাজার বাড়ি জলের। বাড়িঘর ছেড়ে ৩১ নম্বর জাতীয় সড়কের উপরে আশ্রয় নিতে বাধ্য হয়েছে কয়েকটি পরিবার। অভিযোগ, এখনও পর্যন্ত তাঁদের কাছে কোনও সরকারি সহযোগিত পৌঁছয়নি।
অপরদিকে, তুফানগঞ্জ কোচবিহার ১ নম্বর ব্লক এলাকার ৬০০ থেকে ৭০০ বিঘা কৃষিজমি জলের তলায়। যার ফলে সবজির দাম আকাশছোঁয়া হয়ে উঠতে পারে বলে আশঙ্কা ব্যবসায়ীদের।
তবে, মাথাভাঙার বেশকিছু এলাকায় জল নামতে শুরু করেছে। কোচবিহার জেলাশাসক পবন কাদিয়ান বলেন, নতুন করে বন্যা কবলিত হওয়ার কোনও খবর এই মুহূর্তে জেলা প্রশাসনের কাছে নেই। তবে, ফের বৃষ্টি হলে জল কিছুটা বাড়তে পারে। তবে সব রকম পরিস্থিতির মোকাবিলা করার জন্য জেলা প্রশাসন প্রস্তুত বলে জানান জেলাশাসক।





























































































































