উত্তর দিনাজপুরের হেমতাবাদের বিজেপি বিধায়ক দেবেন্দ্রনাথ রায়ের ঝুলন্ত দেহ উদ্ধার ও রহস্যময় মৃত্যুকে কেন্দ্র করে উত্তাল রাজ্য রাজনীতি। বিজেপি দলীয় বিধায়কের এই মৃত্যুর ঘটনাকে খুন বলে দাবি করে সিবিআই তদন্ত চেয়েছে। রাস্তায় নেমে বিক্ষোভ, প্রতিবাদ মিছিল করেছে। তারা দলীয় বিধায়কের মৃত্যুর জন্য সরাসরি তৃণমূলের দিকে আঙুল তুলেছে। রাজ্যপালের কাছে একাধিকবার দরবার করছে। এমনকী, সিবিআই তদন্তে চেয়ে আদালতে যাওয়ারও হুমকি দিচ্ছে গেরুয়া শিবির।
এ প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, “বিধায়কের মৃত্যুর ময়না তদন্তের রিপোর্টে আত্মহত্যা বলেই মনে করা হচ্ছে। কিন্তু বিজেপি এটাকে খুন বলে চালাতে চাইছে। এতে চিকিৎসকদের অপমান করা হচ্ছে। আর সিবিআই দাবি করে রাজ্যের পুলিশ প্রশাসনকে অপমান করছে পুলিশ। এটা হলো বিজেপির মরা ধরার রাজনীতি। এই প্রথম নয়। এর আগেও ওরা এমন করেছে। আসলে ওরা নিজেরা যে কাজ করে, ভাবে সেটা অন্যরা করছে। খুনের রাজনীতি আমরা নই, বিজেপি করে। ওটাই ওদের কালচার”।
এরপর ফিরহাদ প্রশ্ন তোলেন, বিধায়ক আসলে কোন দলের? বিজেপি বলছে ওদের বিধায়ক। আবার বাম-কংগ্রেসের দাবি, ওই বিধায়কের ইস্তফা গ্রহণ করেনি তারা। তবে যে দলেরই বিধায়ক হন উনি, তাঁর মৃত্যু নিয়ে রাজনীতি করছে বিজেপি। এমনটাই দাবি করলেন মন্ত্রী ফিরহাদ হাকিম।






























































































































