‘কোনও বিতর্ক কখনই ছিলো না’, রাজীবের প্রশংসায় পঞ্চমুখ ফিরহাদ

0
3

সব বিতর্ক উড়িয়ে মঙ্গলবার মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়কে পাশে বসিয়ে তাঁর প্রশংসায় পঞ্চমুখ হলেন মন্ত্রী ফিরহাদ হাকিম। ফিরহাদ এদিন বলেন, “আমরা সিনিয়ররা পরবর্তী প্রজন্মের যাদের দিকে তাকিয়ে থাকি, রাজীব বন্দ্যোপাধ্যায় তাঁদের মধ্যে অন্যতম। রাজীবের দক্ষতা প্রশ্নাতীত। তাই মমতা বন্দ্যোপাধ্যায় ওকে বিশেষ দায়িত্ব দিয়েছেন।”

মঙ্গলবার রাজ্যজুড়ে বন-মহোৎসবের সূচনা অনুষ্ঠান হয়েছে হাওড়ার বালিতে। দলীয় বিতর্ক দূরে সরিয়ে রাজীবের সঙ্গে এক মঞ্চে বসে এভাবেই তাঁর প্রশংসা করলেন ফিরহাদ। কয়েকদিন আগে অবশ্য প্রকাশ্যে দল নিয়ে ক্ষোভ জানানোর জন্য এই রাজীব বন্দ্যোপাধ্যায়কেই তুলোধোনা করেছিলেন ফিরহাদ হাকিম৷ এ দিন ফিরহাদ হাকিমকে এ নিয়ে প্রশ্ন করা হলে তিনি অবশ্য বলেন “কোনও বিতর্কই কখনই ছিল না৷” এদিন পুরমন্ত্রীর গলায় এই সুর শুনে রাজনৈতিক মহলের ব্যাখ্যা, দলের সুপ্রিমোর নির্দেশ ছাড়া ফিরহাদ এ সব কথা বলতেই পারেন না৷

প্রসঙ্গত, দিন কয়েক আগে দলে শুদ্ধিকরণএর নামে “চুনোপুঁটিদের ধরে রাঘব বোয়ালদের ছাড়া হচ্ছে” বলে নাম না করেই দলের হাওড়ার জেলা সভাপতি মন্ত্রী অরূপ রায়ের বিরুদ্ধে সরব হয়েছিলেন রাজীব । তা নিয়ে বিতর্কের জল গড়ায়৷ দলীয় বিতর্ক নিয়ে এদিন মুখ খোলেননি রাজীব বন্দ্যোপাধ্যায়ও৷ তবে দুর্নীতির বিরুদ্ধে যে তিনি লড়াই চালিয়ে যাবেন, এমন ইঙ্গিত অবশ্য এদিনও দিয়েছেন৷ অনুষ্ঠানের শেষে রাজীব বলেন “আমাদের নেত্রী দুর্নীতির বিরূদ্ধে লড়াই করছেন। আমিও যাবতীয় দুর্নীতির বিরুদ্ধে লড়তে চাই।”