খুচরো বাজারের মূল্যবৃদ্ধির পরে এ বার মাথা চাড়া দিচ্ছে পাইকারি বাজারেও।যার ফলে হু হু করে বাড়ছে বাজারদর। মাথায় হাত মধ্যবিত্তের ।
এক নজরে দেখে নেওয়া যাক কলকাতা বাজার দর। এই মুহূর্তে সবজির মধ্যে কমবেশি পটল ৬০ টাকা কিলো,কোনো কোনো বাজারে চন্দ্রমুখী আলুর কেজি ৩৭ টাকা বিক্রি হচ্ছে। জ্যোতি আলু বিকোচ্ছে ৩০ টাকা কেজি দরে ।
বেগুণ ৮০ টাকা কিলো, ঢেড়শ ৮০ টাকা কিলো, কুমড়ো ৩০ টাকা, ঝিঙ্গে ৬০ টাকা কিলো, সিম ২০০ টাকা কিলো, করলা ১০০ টাকা কিলো, টমেটো ৮০ টাকা কিলো, কাঁচা লঙ্কা ১২০ টাকা, ফুল কপি ৫০ টাকা প্রতি পিস, বাঁধাকপি ৫০ টাকা কিলো, মুলো ৮০ টাকা কিলো, পেঁপে ২৫ টাকা কিলো, আদা ২২০ টাকা, ,রসুন ৩০০ টাকা কেজি, পেঁয়াজ ৩৬ টাকা কেজি দরে ।
এবার জেনে নেওয়া যাক ফলের কম-বেশি বাজার দর। আপেল ৮০ টাকা কিলো, পানি ফল ৮০ টাকা কিলো, নেসপাতি ১০০ টাকা। পেয়ারা ৮০ টাকা কিলো, শাক আলু ১২০ টাকা কিলো, মুসম্বি ২০ টাকা প্রতি পিস, বেদানা ১৮০ টাকা কিলো, আঙ্গুর ১২০ টাকা কেজি ।
এদের সঙ্গেই পাল্লা দিয়ে বেড়েছে মাছের দাম । গোটা রুই –২০০ টাকা কিলো, কাটা রুই – ৩০০ – ৪৫০ টাকা কিলো, গোটা কাতলা – ২৮০ টাকা কিলো, কাটা কাতলা – ৩৫০-৫০০ টাকা কিলো, বাটা – ১৬০-১৮০ টাকা কিলো, চারাপোনা – ১৬০ টাকা কিলো, তেলাপিয়া – ১৬০টাকা কিলো, পাবদা – ৬০০ টাকা প্রতি কিলো, পার্শে –৪০০ টাকা প্রতি কিলো, ভেটকি -৪০০ টাকা প্রতি কিলো, চিংড়ি – গলদা ৫০০ থেকে ৮০০ টাকার মধ্যে, বাগদা – ৮০০ টাকা প্রতি কিলো ।বেড়েছে মাংসের দামও। মুরগি কাটা –২৮০ টাকা প্রতি কিলো, মুরগি গোটা – ১৮০ টাকা প্রতি কিলো, পাঁঠা – ৮০০ টাকা প্রতি কিলো।
সবমিলিয়ে ফের কড়া লকডাউনের জেরে বাজারমুখী হওয়ার আগে রীতিমতো দুশ্চিন্তায় পরতে হচ্ছে সাধারণ মানুষকে।
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.