দেবেন্দ্রর ময়নাতদন্তের রিপোর্ট: কী বলছেন বিশেষজ্ঞরা?

0
8

মিলেছে হেমতাবাদের বিজেপি বিধায়ক দেবেন্দ্রনাথ রায়ের দেহের ময়নাতদন্তের রিপোর্ট। ইতিমধ্যেই এই অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে রাজ্য রাজনীতিতে। বিজেপির অভিযোগ, খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে তাঁদের দলের বিধায়ককে। এদিকে শাসকদলের বক্তব্য, তদন্ত করলেই প্রকৃত সত্য সামনে আসবে। প্রাথমিক তদন্তে পুলিশের তরফ থেকে জানানো হয়েছিল, মৃতদেহ দেখে আত্মহত্যা বলে অনুমান করছে তারা। এদিকে, পরিবারের তরফ থেকে সিবিআই তদন্তের দাবি জানানো হয়। যদিও ইতিমধ্যেই রাজ্য সরকার ঘটনায় সিআইডি তদন্তের নির্দেশ দিয়েছে। এই প্রেক্ষিতে মঙ্গলবার সামনে এসেছে দেবেন্দ্রনাথ রায়ের ময়নাতদন্তের রিপোর্ট।

রিপোর্টে উল্লেখ:

• গলায় ফাঁসি মৃত্যু হয়েছে

• দাগ একটানা নয়

• শরীরে আর কোথাও অন্য কোনো আঘাতের চিহ্ন নেই

• আগে খুন করে দেহ ঝুলিয়ে দেওয়া হয়নি

সেই রিপোর্টে কী বললেন ফরেনসিক বিশেষজ্ঞরা?

তাঁদের মতে, ময়নাতদন্তের রিপোর্ট দেখে অনুমান আত্মহত্যাই করেছেন বিজেপি বিধায়ক। কারণ, একমাত্র আত্মহত্যার ক্ষেত্রে গলায় একটানা দাগ থাকে না। কেউ ফাঁস দিয়ে খুন করলে দাগ একটানা, নিরবচ্ছিন্ন হয়। এছাড়া, দেহে আর কোনও আঘাতের বা ধস্তাধস্তির চিহ্ন নেই। পাশাপাশি, খুন হলে যে ধরনের বিকৃতি দেহে হয়, সেটাও এক্ষেত্রে দেখা যাচ্ছে না। এই রিপোর্ট দেখে ফরেনসিক বিশেষজ্ঞদের মত, গলায় ফাঁস দিয়ে আত্মহত্যাই হয়েছে। তবে, এই রিপোর্ট দেখে সিআইডি কোন পথে তদন্ত প্রক্রিয়া এগিয়ে নিয়ে যায় সেটাই দেখার।