বাইক স্টান্টের প্রতিবাদ করায় ড্রাইভারকে কুপিয়ে হত্যা তিন নাবালকের

0
1

মর্মান্তিক!

স্টান্ট দেখানোর প্রতিবাদ করাতে এক ড্রাইভারকে ধারালো অস্ত্র দিয়ে ২৮ বার কোপাল তিন নাবালক। ঘটনা পশ্চিম দিল্লির রঘুবীর নগরে।

স্টান্ট দেখানোর ঝোঁক এখন অনেকাংশের মধ্যে রয়েছে। আর তার জেরেই ঘটছে বহু দুর্ঘটনা। এই ঘটনা পশ্চিম দিল্লির। জানা গিয়েছে, মৃত ড্রাইভারের নাম মনীশ। তিনি দিল্লির রঘুবীর নগরের বাসিন্দা।

পুলিশ জানিয়েছে, গোটা ঘটনাটি রেকর্ড হয়েছে সেখানকার সিসিটিভিতে। ওই ফুটেজে দেখা গিয়েছে, মূল অভিযুক্ত এবং তার দুই বন্ধু বারবার ওই ড্রাইভারকে ব্যস্ত রাস্তার উপরে ধারাল অস্ত্র দিয়ে আক্রমণ করে গিয়েছে। ওই ড্রাইভার নিজেকে বাঁচানোর চেষ্টা করলেও অভিযুক্ত তিন নাবালক মিলে ওই ড্রাইভারকে আক্রমন করে গিয়েছে। তবে ব্যস্ত রাস্তার উপরে এই ঘটনা ঘটলেও কেউ এগিয়ে আসেনি সাহায্যের জন্য। যা দেখে অবাক হয়েছেন বাকিরা। পরে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে ডাক্তাররা তাকে মৃত বলে ঘোষণা করেন।

অভিযুক্ত তিন নাবালককে ইতিমধ্যে জুভেনাইল আইনের আওতায় নেওয়া হয়েছে।