উত্তর দিনাজপুরের বিজেপি বিধায়ক দেবেন্দ্রনাথ রায়ের অস্বাভাবিক মৃত্যুর ঘটনার রাজনৈতিক মহলে উত্তেজনা তুঙ্গে। হত্যা নাকি আত্মহত্যা? এই রহস্যের মাঝেই CID–কে তদন্তভার তুলে দিয়েছে রাজ্য সরকার।
এদিকে পুলিশের দাবি, মৃত বিধায়কের পকেট থেকে সুইসাইড নোট উদ্ধার করা হয়েছে। তাতে মৃত্যুর জন্য দু’জনকে দায়ীও করা হয়েছে। সুইসাইড নোটের লেখার সঙ্গে বিধায়কের হাতের লেখা মিলিয়ে দেখছে পুলিশ। সূত্রের খবর, সুইসাইড নোটে যে দু’জনের নাম ছিল, তাঁদের সঙ্গে বিধায়কের আর্থিক লেনদেন ছিল বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে। যদিও তদন্তের খাতিরে সেই দু’জনের নাম গোপন রেখেছে পুলিশ।
উল্লেখ্য, বিজেপি বিধায়কের ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। প্রথমে আত্মহত্যা মনে হলেও সন্দেহ দানা বাঁধে তাঁর হাত বাঁধাকে কেন্দ্র করে। পরিবারের দাবি, তাঁকে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে। একই দাবি করেছে বিজেপিও। অভিযোগের আঙুল তৃণমূলের দিকে। সিবিআই তদন্তেরও দাবি করা হয়েছে পরিবার ও বিজেপির পক্ষ থেকে। তারই মাঝে হেমতাবাদের বিধায়কের রহস্য মৃত্যুর তদন্তভার সিআইডির হাতে তুলে দেওয়া হয়েছে।