বুধবার দশম শ্রেণীর ফল প্রকাশ করবে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন। মঙ্গলবার টুইট করে একথা জানান কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী রমেশ পােখরিয়াল। রেজাল্ট দেখার জন্যে দুটি ওয়েবসাইটে চোখ রাখতে পারেন পরীক্ষার্থীরা, একটি হলো cbseresults.nic.in এবং অপরটি হলো results.gov.in।
দেশ জুড়ে লকডাউনের আগেই শেষ হয়ে যায় সিবিএসই দশমের পরীক্ষা। বেশ কিছু পরীক্ষা বাকি ছিল শুধুমাত্র উত্তর পূর্ব দিল্লিতে। দিল্লি হিংসার কারণে সংশ্লিষ্ট পরীক্ষা স্থগিত হয়ে যায়। এরপর সুপ্রিম কোর্টে সংশ্লিষ্ট বোর্ড জানায়, স্থগিত হয়ে যাওয়া পরীক্ষা নেওয়া হবে না। যদিও মেধা তালিকা প্রকাশ করা হবে কিনা তা নিয়ে কিছু জানায়নি বোর্ড। এর আগে আইসিএসই, আইএসসি এবং সিবিএসই দ্বাদশ এর মেধা তালিকা প্রকাশ করেনি সংশ্লিষ্ট বোর্ড।