গলায় ফাঁসের কারণেই মৃত্যু হয়েছে হেমতাবাদের বিজেপি বিধায়ক দেবেন্দ্রনাথ রায়ের । ময়নাতদন্তের পরে একথা জানানো হয়েছে। একই সঙ্গে আরও একটা বিষয় ময়নাতদন্তে উল্লেখ আছে, সেটা হচ্ছে গলায় ফাঁসের দাগ নিরবিচ্ছিন্ন নয় । অর্থাৎ একটানা দাগের মধ্যে কিছু জায়গায় ফাঁক রয়েছে। অর্থাৎ সেখানে দাগের চিহ্ন নেই। তবে গলায় ফাঁসের কারণে যে তাঁর মৃত্যু হয়েছে একথা ময়নাতদন্তের রিপোর্টে স্পষ্ট উল্লেখ রয়েছে। এখন এই রিপোর্টের ভিত্তিতে পুলিশ এবং সিআইডি তদন্ত প্রক্রিয়া কোন দিকে এগিয়ে নিয়ে যায় সেটাই দেখার।