বিধায়ক মৃত্যুর সিবিআই তদন্ত চেয়ে আদালতে যাওয়ার হুমকি বিজেপির

0
1

উত্তর দিনাজপুরে দলীয় বিধায়ক দেবেন্দ্রনাথ রায়ের রহস্যজনক মৃত্যুর ঘটনায় আজ কলকাতার গান্ধী মূর্তির পাদদেশে বিজেপি যুব মোর্চার ও মহিলা মোর্চার যৌথ পক্ষ থেকে বিক্ষোভ কর্মসূচি পালন হল। এই বিক্ষোভ কর্মসূচির উদ্দেশ্য, সিবিআই তদন্ত করতে হবে। প্রকৃত দোষীকে খুঁজে বের করে শাস্তি দিতে হবে। যদিও ইতিমধ্যেই মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়ার জন্য রাজ্য সরকার সিআইডি তদন্তের নির্দেশ দিয়েছে। প্রাথমিকভাবে আত্মহত্যার তত্ত্বই তুলে ধরছে রাজ্য প্রশাসন।

এদিকে, কিন্তু বিজেপি এটা কোনওমতেই আত্মহত্যা মানতে রাজি নয়। তাদের দাবি, এই ঘটনা আত্মহত্যা নয়, খুন। গান্ধী মূর্তির পাদদেশে বিক্ষোভ সমাবেশে হাজির ছিলেন রাজ্য বিজেপি সহ-সভাপতি ছিলেন রাজু ব্যানার্জি, মহিলা মোর্চা সভানেত্রী অগ্নিমিত্রা পল। বিজেপির নেতা-কর্মীরা সকলেই হাতে কালো ব্যাজ বেঁধে এই ঘটনার বিচার অবস্থান বিক্ষোভ করেন। বিজেপি নেতৃত্বের দাবি, প্রয়োজনে সিবিআই তদন্ত চেয়ে তারা আদালতের দ্বারস্থ হবে।

অন্যদিকে, বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর রাজভবনে আসেন রাজ্যপালের সঙ্গে দেখা করতে। প্রায় ঘন্টাখানেক রাজ্যপালের সঙ্গে বৈঠক করে বাইরে এসে তিনি জানান, হেমতাবাদের বিধায়কের মৃত্যুর কারণ উদঘাটনে সিবিআই তদন্ত প্রয়োজন। রাজ্যপালকে অনুরোধ করেছি যেন বিষয়টি তিনি হস্তক্ষেপ করেন। এবং রাজ্যপালের পক্ষ থেকে আশ্বস্ত করা হয় বলেও জানালেন বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর।