কলকাতা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ফের একই অমানবিক দৃশ্যের পুনরাবৃত্তি ।
এমার্জেন্সির বাইরে প্রায় ঘন্টাখানেক পড়ে থাকলেন ৭০ বছরের করোনা আক্রান্ত বৃদ্ধা। শ্বাসকষ্টে কাতরালেন অ্যাম্বুল্যান্সেই। যদিও বা কোনওরকমে তাকে ভর্তি করা সম্ভব হল, স্ট্রেচারে করে নিয়ে যাওয়ার কোনও স্বাস্থ্য কর্মীর দেখা মিলল না। অগত্যা মাটিতেই পড়ে রইলেন তিনি। প্রায় ঘন্টাখানেক পরে নিজেই উঠে কোনও রকমে খুঁড়িয়ে হেঁটে, অসুস্থ শরীরটা টেনে নিয়ে গেলেন ভিতরে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন , দীর্ঘ সময় বৃদ্ধা মাটিতে পড়ে থাকলেও হাসপাতালের কোনও স্বাস্থ্যকর্মী সাহায্য করার জন্য এগিয়ে আসেননি।
তাই প্রশ্ন উঠেছে, কলকাতা মেডিক্যাল কলেজের পরিস্থিতি যদি এই হয়, তবে অন্যান্য হাসপাতালের কী হাল?
জানা গিয়েছে , ৭০ বছরের নীলাবালা পালের বাড়ি বিরাটিতে। গত কয়েক দিন ধরে অসুস্থতা বাড়ায় বৃদ্ধাকে আরজিকর হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল থেকে করোনা পরীক্ষা করা হয়। আজ সেই রিপোর্ট পজিটিভ আসে। এরপরই তড়িঘড়ি তাঁকে পাঠিয়ে দেওয়া হয় কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে। ততক্ষণে শ্বাসকষ্ট শুরু হয় বৃদ্ধার । কিন্তু মেডিক্যাল কলেজে পৌঁছেও দীর্ঘ সময় ধরে অ্যাম্বুল্যান্সের মধ্যেই পড়ে থাকার পর কোনও মতে অ্যাম্বুল্যান্স থেকে হামাগুড়ি দিয়ে নিজেই নামেন মাটিতে। তার পরে সেখানেই শুয়ে পড়েন। সঙ্গে পরিচিত কেউ ছিলেন না। ফলে ঘন্টাখানেক পর নিজেই লাঠিতে ভর দিয়ে ভিতরে যান।
কোভিড হাসপাতাল করা হয়েছে মেডিক্যাল কলেজ হাসপাতালকে। তার এই হাল দেখে উদ্বিগ্ন অন্যান্য রোগীর আত্মীয়রা ।
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.