উত্তর দিনাজপুরের বিজেপি বিধায়ক দেবেন্দ্রনাথ রায়ের মৃত্যুর পিছনে আত্মহত্যার তত্ত্বই সামনে আসছে। তবে এখনও কিছু ‘যদি’ এবং ‘প্রশ্ন’ অবশ্যই থাকছে। ইতিমধ্যে পুলিশ একজন ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। তবে তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, ব্যবসার জন্য টাকা ধার নিয়েছিলেন বিজেপি বিধায়ক। এই কারণে নাবার্ডের থেকে ২৫ লক্ষ টাকা ঋণ নিয়েছিলেন। সেই টাকা শোধের চাপ ছিল। পাশাপাশি চালকলের ব্যবসার জন্য একজনের সঙ্গে প্রায় ১ কোটি টাকা ১৫ লক্ষ টাকা বিনিয়োগ করা হয়েছিল। সেই ব্যবসায় দেবেনবাবুর কতটাকা বিনিয়োগ করেছিলেন, তা নিয়ে তদন্ত কর হচ্ছে। পুলিশের দাবি, দেবেনবাবু এলাকায় বেসরকারি প্যারা ব্যাঙ্কিংয়ের সঙ্গে যুক্ত হয়ে পড়েছিলেন। ক্রমশ জড়াচ্ছিলেন। সেই চক্র থেকে বেরতে না পেরে চরম সিদ্ধান্ত নেন বলে অভিমতও উঠে আসছে।





























































































































