বিধায়ক দেবেন্দ্রনাথ রায়ের মৃত্যুর ঘটনা নিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র

0
1

◾বিধায়ক দেবেন্দ্রনাথ রায়ের মৃত্যুর ঘটনা যদি হত্যার ঘটনা হয়,তাহলে তা ভয়ঙ্কর।

◾উনি বিজেপির বিধায়ক ছিলেন না।বাম-কংগ্রেসের জোটের প্রার্থী হিসেবে উনি জয়লাভ করেন।

◾দিশাহীন স্পিকার ও তৃণমূল-বিজেপির আঁতাতের কারণে ওনার বিধায়ক পদ বাতিল হয়নি।

◾এই ঘটনার CBI তদন্ত দাবি করছি।