প্লে স্টোর থেকে ১১টি অ্যাপ সরিয়ে দিল গুগল। সম্প্রতি নিরাপত্তার কারণে ভারত সরকার ৫৯টি চিনা অ্যাপ ব্লক করে। তার মধ্যে রয়েছে, টিকটক, শেয়ারইট, ইউসি ব্রাউজার-এর মতো অনেক অ্যাপ।
আবারও ব্যবহারকারীদের নিরাপত্তার কারণেই গুগল ব্লক করে দিল ১১টি অ্যাপ। পাশপাশি ব্যবহারকারীদের এই বিষয়ে সতর্কও করা হয়েছে গুগলের পক্ষে। জানা গিয়েছে, অনেক বিশেষজ্ঞদেরই বক্তব্য ছিল, ওই অ্যাপগুলির সাহায্যে ব্যবহারকারীদের মোবাইল ফোনে নানা ম্যালওয়্যার প্রবেশ করে। জোকার ম্যালওয়্যার ছড়িয়ে যাওয়ার অভিযোগ ওঠে। এই অভিযোগ প্রমাণিত হওয়ার পর অ্যাপগুলি ব্লক করার সিদ্ধান্ত নেওয়া হয়। ইতিমধ্যেই ১১টি সন্দেহজনক অ্যাপ সরিয়ে দেওয়া হয়েছে গুগল প্লে স্টোর থেকে।
কী এই জোকার ম্যালওয়ার?
ব্যবহারকারীর কোনও অনুমতি ছাড়াই জোকার ম্যালওয়ার বিভিন্ন ধরনের প্রিমিয়াম সার্ভিসের জন্য সাইন আপ করিয়ে দেয়। এর ফলে বিপদে পড়তে পারেন ওই অ্যাপ ইউজাররা। নিজের অজান্তেই দেখবেন, অ্যাকাউন্ট থেকে একগাদা টাকা গায়েব। শুধু তাই নয়, এই অ্যাপগুলি এখনও ফোনে রাখা মানে, আপনি যেচেই সব গোপনীয় তথ্য তুলে দিচ্ছেন হ্যাকারের কাছে। হ্যাকাররা আসলে গুগল প্লে সার্ভিস-এর প্রোডাকশন বাইপাস করার মধ্যে দিয়ে ওই খুব সহজেই ঢুকে পড়তে পারে আপনার ফোনে। আর এক্ষেত্রে হ্যাকারদের সাহায্য করে ওই অ্যাপগুলিই।
রইল ব্লক হয়ে যাওয়া ১১ টি অ্যাপের তালিকা
com.imagecompress.android,
com.relax.relaxation.androidsms,
com.cheery.message.sendsms (two different instances),
com.peason.lovinglovemessage,
com.contact.withme.texts,
com.hmvoice.friendsms,
com.file.recovefiles,
com.LPlocker.lockapps,
com.remindme.alram
com.training.memorygame.





























































































































