ছেলের দেহ কোথায়? জানেন না শুভ্রজিতের বাবা-মা

0
1

ছেলের দেহ কোথায়? জানেন না বাবা-মা। মৃত্যুর তদন্ত, ময়নাতদন্ত এবং সিসিটিভি ফুটেজের দাবিতে রবিবার দিনভর বেলঘড়িয়া থেকে বউ বাজার থানা ঘুরে বেরিয়েছেন শুভ্রজিৎ চট্টোপাধ্যায়ের বাবা-মা। রাতে তাঁদের অজান্তেই কি হয়ে গিয়েছে ছেলের সৎকার? তাই নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। শুভ্রজিতের মায়ের অভিযোগ, কলকাতা মেডিক্যাল কলেজের সুপারের কাছে এ বিষয়ে জিজ্ঞাসা করা হলে, তিনি বলেছেন, সংবাদমাধ্যমের কাছে জানতে।

রেফার চক্রে পড়ে চারটি হাসপাতাল ও নার্সিংহোমে ঘুরে মৃত্যু হয় ১৮ বছরের তরুণ শুভ্রজিৎ চট্টোপাধ্যায়ের। এই ঘটনায় তদন্তের দাবি জানিয়েছেন তাঁর পরিবারের সদস্যরা। কিন্তু এখনও কোন সদুত্তর মেলেনি। শুধু তাই নয়, দেহ পাননি তাঁরা। এই পরিস্থিতিতে আতান্তরে বাবা-মা।