১০৯ জন বিধায়কের সমর্থন গেহলটের দিকে, দাবি কংগ্রেসের

0
1

রাজস্থানের ১০৯ জন বিধায়ক মুখ্যমন্ত্রী অশোক গেহলটকে সমর্থন করছেন। তাঁরা কংগ্রেসের সঙ্গেই আছেন। এই বিধায়করা স্বাক্ষর করে গেহলটের প্রতি সমর্থন ও অানুগত্য দেখিয়েছেন বলে দাবি করলেন রাজস্থানের কংগ্রেস পর্যবেক্ষক অবিনাশ পান্ডে। তিনি বলেন, এখনও যারা জয়পুরের বাইরে আছেন তাঁরা মুখ্যমন্ত্রীকে টেলিফোন করে তাঁর প্রতি সমর্থন ও আস্থা জানিয়েছেন। রাজস্থানে গেহলটের নেতৃত্বে কংগ্রেসই সরকার চালাবে।

এদিকে রাজস্থানের অচলাবস্থা নিয়ে কংগ্রেস হাইকম্যান্ডের পাঠানো তিন প্রতিনিধি ও একাধিক বিধায়ককে নিয়ে জয়পুরে রবিবার মধ্যরাত পর্যন্ত বৈঠক করেন মুখ্যমন্ত্রী অশোক গেহলট। এই তিন প্রতিনিধি হলেন অজয় মাকেন, রণদীপ সুরজেওয়ালা ও অবিনাশ পান্ডে। সোমবার সকাল সাড়ে দশটায় গেহলটের বাসভবনে কংগ্রেস বিধায়কদের বৈঠক ডাকা হয়েছে। এতে হাজির থাকার জন্য দলের তরফে বিধায়কদের হুইপ জারি করা হয়েছে। রাজ্যের রাজনৈতিক সংকট নিয়ে রবিবার রাত আড়াইটেয় নজিরবিহীন সাংবাদিক সম্মেলন করেন হাইকম্যান্ডের তিন প্রতিনিধি। পরিস্থিতি সামলে দল ঐক্যবদ্ধ থাকবে বলে দাবি করেন তাঁরা।