ফের অতিরিক্ত স্কুল ফি নিয়ে অভিভাবকদের বিক্ষোভ

0
1

করোনা আবহে কঠিন পরিস্থিতিতে শহরের বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলগুলিতে অন্যায়ভাবে অতিরিক্ত ফি নেওয়ার প্রতিবাদে প্রতিবাড-বিক্ষোভ-অবস্থান অব্যাহত। রোজ কোনও না কোনও স্কুলের অভিভাবদের এই প্রতিবাদ চলছে।

এবার অভিভাবকরা বিক্ষোভ দেখালেন ঠাকুরপুকুর জোকা বিবেকানন্দ মিশন স্কুলে। এই স্কুলের অভিভাবকদের দাবি, লকডাউনের সময় থেকে স্কুল না চলায় এবং আর্থিক অনটনের জন্য তাঁরা টিউশন ফি ছাড়া আর কোনও ফি দিতে পারবেন না। এই নিয়েই ইতিমধ্যে ৯ জুলাই অভিবাবকরা স্কুলের গেটে বিক্ষোভ দেখিয়ে ছিলেন।

কিন্তু স্কুল কর্তৃপক্ষ অভিভাবকদের সঙ্গে কোনও আলোচনায় না বসায় এদিন আবারও তাঁরা স্কুলের সামনে জমায়েত হয়ে বিক্ষোভ দেখান। অভিভাবকরা জানান, যতক্ষণ না পর্যন্ত তাঁদের দাবি মানা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত তাঁরা টিউশন ফি ছাড়া আর কোনও ফি জমা দেবেন না। এবং অবিলম্বে স্কুলের প্রিন্সিপালকে তাঁদের সঙ্গে আলোচনায় বসতে হবে। স্কুল কর্তৃপক্ষ অবশ্য সংবাদমাধ্যমের সামনে এ ব্যাপারে কোনও মন্তব্য করেননি।