ধামাকা দিয়েই লিগ শুরু করতে চাইছে আইএফএ। প্রথম ম্যাচেই দেখা যেতে পারে এটিকে মোহনবাগান আর ইস্টবেঙ্গলকে। পাশাপাশি এবার কলকাতা লিগ আর আই লিগ একসঙ্গে করতে চায় আইএফএ। সিদ্ধান্ত জানানো হয়েছে ফেডারেশনকেও।
রাজ্য ফুটবল সংস্থার সচিব জয়দীপ মুখোপাধ্যায় জানিয়েছেন, ফুটবল মরশুম শুরু হয়ে যায়। কিন্তু ফুটবল না থাকায় সকলের মন খারাপ। তাই নভেম্বরের তৃতীয় সপ্তাহে লিগ শুরু হলে ডার্বি দিয়ে শুরু হতে পারে। ১৭ নভেম্বরে যুবভারতীতে প্রাক বিশ্বকাপের ম্যাচ রয়েছে আফগানিস্তানের বিরুদ্ধে। তারপরে অর্থাৎ ২০-২১ নাগাদ শুরু হতে পারে প্রিমিয়ার লিগের খেলা। ডার্বির জন্য যুবভারতী না পেলে সন্তোষপুরের স্টেডিয়ামে খেলা হবে। আর কলকাতা লিগের জন্য ময়দান ছাড়াও রবীন্দ্র সরোবর, কল্যাণী, মাকড়দহ, দমদম বারাকপুর স্টেডিয়ামকে কাজে লাগানো হবে।






























































































































