রাজস্থান ইস্যুতে বিজেপির বিরুদ্ধে ফের প্রতিহিংসার অভিযোগ তুলল কংগ্রেস। সোমবার সকাল থেকেই জয়পুর, কোটা, দিল্লি সহ বিভিন্ন জায়গায় মুখ্যমন্ত্রী অশোক গেহলটের ঘনিষ্ঠ ব্যবসায়ীদের একাধিক সংস্থায় তল্লাশি শুরু করেছেন ইনকাম ট্যাক্স অফিসাররা। ইডি তল্লাশি চলছে গেহলটের পুত্রের ব্যবসায়িক অংশীদারের বাড়ি ও অফিসে। কংগ্রেস নেতৃত্বের অভিযোগ, রাজস্থানে রাজ্য সরকারের কাজকর্মে অস্থিরতা তৈরির উদ্দেশ্যেই কেন্দ্রীয় সংস্থাগুলিকে ব্যবহার করে ভয় দেখানোর পথে হাঁটছে কেন্দ্রের বিজেপি সরকার। এই চক্রান্ত সফল হবে না। অন্যদিকে বিজেপির বক্তব্য, আইটি বা ইডির স্বাধীন কাজকর্মে হস্তক্ষেপ করে না সরকার। অনাবশ্যক বিষয়টিতে রাজনীতি খোঁজা হচ্ছে। কংগ্রেস নিজেদের অভ্যন্তরীণ সমস্যায় জর্জরিত হয়ে বিজেপির দিকে আঙুল তুলছে।