কেমন আছেন বচ্চনরা?

0
1

মহামারির কোপ পড়েছে বচ্চন পরিবারে। তবে আপাতত অবস্থা স্থিতিশীল অমিতাভ বচ্চনের। যদিও সামান্য জ্বর এবং মৃদু শ্বাসকষ্ট আছে। ভালো আছেন অভিষেক বচ্চনও। দুজনেই মুম্বইয়ের নানাবতী হাসপাতালের আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন। অন্যদিকে, ঐশ্বর্য রাই বচ্চন এবং অভিষেক- ঐশ্বর্য কন্যা আরাধ্যা বাড়িতেই চিকিৎসাধীন রয়েছেন। আপাতত হোম কোয়ারেন্টাইনে রয়েছেন তাঁরা।

মহারাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী রাজেশ টোপে জানান, ঐশ্বর্য এবং আরাধ্যা দুজনের উপসর্গবিহীন। তাই বাড়িতে থেকেই চিকিৎসা সম্ভব। বিএমসির তরফে তাঁদের শরীর এবং স্বাস্থ্যের দিকে নজর রাখা হচ্ছে কড়াভাবে। ইতিমধ্যেই বচ্চনদের জলসা সিলও করে দিয়েছে বিএমসি।