সরকারি ক্ষেত্রে ২০০ কোটি টাকা পর্যন্ত প্রকল্পে কোনও আন্তর্জাতিক সংস্থাকে টেন্ডারে অংশ নিতে দেওয়া হবে না। এই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। জানা গিয়েছে, দেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্প সংস্থাকে বিশেষ সুবিধা দেওয়ার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তবে ২০০ কোটি টাকার উপরে কোনও প্রকল্পের ক্ষেত্রে টেন্ডারে অংশ নিতে পারবে আন্তর্জাতিক সংস্থা। ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকার ঘোষণা করেছে, রেল, সড়ক পরিবহন ও হাইওয়ের কাজের ক্ষেত্রে ঠিকাদাররা কাজ শেষ করার জন্য অতিরিক্ত ৬ মাস সময় পাবেন।